<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী সোহেলের (৩৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে।</p> <p>স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ১ বছর ধরে রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিল সোহেল। রাতে সে দোকানেই ঘুমাতো। এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করলে পাশের দোকান থেকে তার দোকানে রক্ত ভেসে আসছে দেখতে পায়। বিষয়টি সে মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।</p> <p>ওসি আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথার বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে কম্বল দিয়ে ডেকে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।</p>