<p style="text-align:justify">কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা দিদার মেম্বার, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা ও শাহীন। এর আগে মঙ্গলবার রাতে ঈদগাঁও থানা পুলিশ আরো চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডি-৮ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ জানাল মিসর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727954066-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডি-৮ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ জানাল মিসর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/03/1431435" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমান বলেন, ‘থানা পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে ঈদগাঁও স্টেশনন্থ বকসু পাড়া থেকে যুবলীগ নেতা নুরুল হুদা, নিজ এলাকা থেকে যুবলীগ নেতা শাহীন ও আওয়ামী লীগ নেতা দিদার মেম্বারকে আটক করেছে।’ </p>