<p>কক্সবাজারের আদালত এলাকা থেকে একজন রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। বুধবার (২ অক্টোবর) দুপুরের সময় এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার নাম মামুন। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানান পুলিশ। </p> <p>বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব। তিনি জানান, আদালতের এজলাস থেকে কোর্ট সেলঘরে নেওয়ার সময় ওই রোহিঙ্গা আসামি পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।</p> <p>উখিয়ার থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে মঙ্গলবার গ্রেপ্তার করে এপিবিএন। এরপর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বুধবার থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। তাকে অন্যান্য আসামিদের সঙ্গে কোর্টে তোলা হয়। পরে পুলিশি পাহারায় সেল ঘরে নিয়ে যাওয়ার সময় কৌশলে পালিয়ে যায়। </p>