<p>গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় ফের জাহিদুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে।</p> <p>নিহত জাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। পরিবার নিয়ে তিনি শ্বশুরবাড়ি গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় চিকিৎসার জন্য এসেছিলেন।</p> <p>এর আগে গত ১২ মে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ তলায় লিফটের ভেতর আটকা পড়ে মারা যান মমতাজ বেগম (৫৩) নামে এক রোগী।</p> <p>হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, জাহিদুল ইসলামের মেয়ে হাসপাতালের ১০ তলায় ভর্তি। গতকাল মঙ্গলবার রাতে ফ্রেশ হওয়ার জন্য তিনি নিচে নামার জন্য ১ নম্বর লিফটের বাটনে চাপ দেন। লিফটের দরজা খুললেও কেবিন ১১তলায় আটকা পড়ে। তিনি বিষয়টি বুঝতে না পেরে দরজা খোলার পর ভেতরে ঢুকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। </p> <p>নিহতের শ্যালক লিমন জানান, এ ঘটনায় তারা দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা করবেন।</p>