<p>নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে নৌযান শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে চাঁদাবাজরা। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শ্রমিকের নাম আব্দুল আলীম। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দেড় মাসে কমপকক্ষে অর্ধশতাধিক শ্রমিক ও জাহাজের সুকানিকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানান শ্রমিক সংগঠনের নেতারা। </p> <p>নৌযান মালিক ও শ্রমিকরা জানান, আড়াইহাজারে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে অবাধে চাঁদাবাজি চলছে। ফলে নৌযান মালিকসহ নৌপথের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসব  চাঁদাবাজির বিরুদ্ধে মালিকরা ইতোমধ্যে বিআইডব্লিউটিএ-এর কাছে চাঁদাবাজি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে পাথর, বালু, কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ মেঘনা নদীর আড়াইহাজার উপজেলার দয়াকান্দা-বিবির কান্দি এলাকা দিয়ে নুনেরটেক, বৈদ্যেরবাজার ও মেঘনা সেতু এলাকা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুরসহ আশপাশের জেলায় যাতায়াত করে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের পরিচয়ে আড়াইহাজার অংশে ব্যাপক চাঁদাবাজি করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। প্রতিবাদ করলে চাঁদাবাজরা তাদের মারধর করে নদীতে ফেলে দেয়। এসব বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান তারা। </p> <p>অভিযোগ রয়েছে, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ছাত্রদল নেতা রতন মিয়া, যুবদল নেতা ফুল মিয়া ও দুলাল মিয়াসহ ১৫/২০ জনের চাঁদাবাজ সিন্ডিকেট প্রতিদিন পৃথক পৃথক স্পিডবোটযোগে এই চাঁদা আদায় করে থাকে। নৌযানের ধরন অনুযায়ী চাঁদার হার নির্ধারণ হয়। নৌযান ভেদে পাঁচ শ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন তারা। তবে ছাত্রদল নেতা রতন মিয়া, যুবদল নেতা ফুল মিয়া ও দুলাল মিয়া চাঁদাবাজির সাথে জড়িত নন বলে দাবি করেন তারা। </p> <p>নৌযান শ্রমিক আব্দুর রহমান জানান, আমরা পাথরবোঝাই করে আসার সময় মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আসার পর আমাদের বল্কহেড থেকে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় আমাকেসহ বাল্কহেডের চালককে পিটিয়ে আহত করে আমাদের মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা। </p> <p>আহত শ্রমিক আব্দুল আলিম জানান, গত ৫ তারিখের পরে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আমাদের ওপর অত্যাচার চালিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সা সবকিছু ছিনিয়ে নিচ্ছে এই চাঁদাবাজরা। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে কুপিয়ে মারাত্মভাবে আহত করেছে। জানতে পেরেছি, চাঁদাবাজরা আড়াইহাজার উপজেলার বিএনপি নেতা মাহবুবুর রহমান সুমনের সমর্থক। আমরা চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে চাই।  </p> <p>জাহাজের সুকানি কুদরত মিয়া জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী আমাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন করে থাকে। আমাদের জীবনের মায়া ছেড়ে দিয়ে জাহাজ চালাতে হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। </p> <p>বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার কালের কণ্ঠকে জানান, গত দেড় মাসে আমাদের বিভিন্ন জাহাজ ও নৌযান শ্রমিকের কমপক্ষে অর্ধশতাধিক লোককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন চাঁদাবাজরা। এ বিষয়ে নৌপুলিশের পুলিশ  সুপারকে অবহিত করা হয়েছে। আমরা চাঁদাবাজদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করার জন্য বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছি।   </p> <p>খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার কালের কণ্ঠকে জানন, নৌযানে চাঁদাবাজির বিষয়ে আমরা কয়েকবার চাঁদাবাজদের গ্রেপ্তার করতে মেঘনা নদীতে অভিযান চালিয়েছি। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা টহলের ব্যবস্থা জোরদার করেছি। </p> <p>আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান কালের কণ্ঠকে জানন, মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির বিষয়ে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করলে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। </p> <p>র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা কালের কণ্ঠকে জানান, নৌপথে চাঁদাবাজদের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা। </p>