<p>পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের যৌথ মালিকানাধীন ১৭ বিঘা আয়তনের পুকুর জোরপূর্বক দখল করে প্রায় ১০০ মণ মাছ বিক্রি করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। </p> <p>আব্দুর রশিদ তার বড় ভাই শহিদুল ইসলামের সহযোগিতায় এই অপকর্ম চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রশিদের বিরুদ্ধে স্থানীয় আদিবাসীদের সম্পত্তি জবরদখলের অভিযোগও রয়েছে। এ বিষয়ে পুকুরের মালিক ভুক্তভোগী ইয়াহিয়া সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেছেন। </p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ বিঘার পুকুরটির অধিকাংশ মালিকানা (প্রায় ১০ বিঘা) প্রয়াত মো. আজগার আলীর ২ সন্তান ও মেয়েদের। অবশিষ্ট ৭ বিঘার মধ্যে সাড়ে ৪ বিঘা স্থানীয় গ্রামবাসীর এবং সোয়া ২ বিঘার দুই মালিক আব্দুর রশীদ ও তার ভাই। এই দুই বিঘা জমির মালিকানার জের ধরে ১৪ বছর আগে খনন করা পুকুরটি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কিছুদিন পরেই দখল করে নেন আব্দুর রশিদ।</p> <p>ভুক্তভোগী ইয়াহিয়া বলেন, আমি গত ৩ দফায় ধার-দেনা করে এই পুকুর সাজিয়েছি। কিন্তু প্রতিবারই রশীদ এটি ভেঙে গ্রাস করে নিয়েছেন। আমি এর এমন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে সে কোনোদিন অন্যের জমি-পুকুর নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।</p> <p>সার্বিক বিষয়ে আব্দুর রশীদ বলেন, পুকুরটি এক সময় আমার অধীনে ছিল। তাই আমিই এর মালিক। মাছ কে দিল, সেটা পরের বিষয়। এ সময় পুকুরে তার কত বিঘা জমি রয়েছে, এমন প্রশ্ন করলে উত্তর এড়িয়ে যান তিনি।</p> <p>ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>