<p>টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ৫১ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় ৩৫ সেন্টিমিটার পানি বেড়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727607176-40f7a1886e08bfc388aaacdbb64e4e1c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/29/1430128" target="_blank"> </a></div> </div> <p>সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্টে ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।</p> <p>পাউবো কর্মকর্তা আরো বলেন, যমুনা নদীর পানি আরো দু-তিন দিন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।</p>