<p style="text-align:justify">গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় আসামি ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করেছে- এমন অভিযোগ এনে বাগেরহাটের মোল্লাহাটের বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগে উঠেছে।</p> <p style="text-align:justify">নিজ জেলা বাগেরহাটে নিরাপত্তাহীনতার কারণে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী মনিরুজ্জামান এ অভিযোগ করেন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী মনিরুজ্জামান বলেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ১৪ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জানিক চৌধুরী এবং তার চাচাতো ভাই আল-আমিন চৌধুরীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের ধরিয়ে দিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করছে, এমন অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর চুনখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দ্বীন ইসলাম চৌধুরী এবং বিএনপি সমর্থক এরশাদ চৌধুরী ও লিমন চৌধুরীর বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গ্রেপ্তারকৃতদের স্বজনরা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জলজ্যান্ত একটা মানুষ এভাবে নাই হয়ে যাবে!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/27/1727444847-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জলজ্যান্ত একটা মানুষ এভাবে নাই হয়ে যাবে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/27/1429508" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এতে আহত চারজন সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর দিন ২৪ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘এ ঘটনার পর থেকে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে চুনখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সভাপতি দ্বীন ইসলাম চৌধুরী, চুলখোলা ইউনিয়ন ছাত্রদলকর্মী লিমন চৌধুরী ও ইয়াসিন চৌধুরীসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।</p>