<p style="text-align:justify">বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের কারণে চাপ আরো বাড়ছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, তবে সাম্প্রতিককালে আসা রোহিঙ্গাদের সঠিক রেজিস্ট্রেশন এখনো হয়নি। তারা কোনো না কোনো ভাবে আসছে। বিষয়টি সম্পূর্ণ মানবিক। এ মুহূর্তে কত রোহিঙ্গা এসেছে-তা বলা মুশকিল।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের বৈঠক শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।</p> <p style="text-align:justify">উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তাজনিত সংকট রয়েছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসনের কর্মকর্তা দেশি-বিদেশি সংস্থার পক্ষ থেকে সুপারিশ দিয়েছে। বর্তমান সরকার রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপত্তা সম্মান এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনই সরকারের একমাত্র লক্ষ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।</p> <p style="text-align:justify">এর আগে দুপুরে উপদেষ্টা উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আসেন ফারুক-ই-আজম। ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসাসেবা নিয়ে মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ-সুবিধা দেখেন।</p> <p style="text-align:justify">পরে তিনি শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত মানবিক সহায়তা কর্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি ই-ভাউচার সেন্টার এবং শরণার্থীদের লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।</p>