<p>নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘এখানে শামীম ওসমান রাজনীতি করেছেন। তিনি অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমি কারো হাতে একটি লাঠিও তুলে দেব না। কোনো সন্ত্রাসীর ঠাঁই বিএনপিতে হবে না। ৫ আগস্টের পর তিনি পালিয়েছেন। তিনি কিন্তু তার কোনো কর্মী-সমর্থকদের সঙ্গে করে নেননি। এবার আপনারা ভেবে দেখুন, আপনারা এত দিন কার সঙ্গে ছিলেন। আমরা কখনো দেশ ছেড়ে যাইনি। কখনো যাবও না।’</p> <p>শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, আটকে দিল বিজিবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726833331-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, আটকে দিল বিজিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/20/1427242" target="_blank"> </a></div> </div> <p>গিয়াস উদ্দিন বলেন, ‘গত ১৬ বছর পুলিশ দিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে চেয়েও পারেনি। ছাত্র-জনতার বুকে নির্মম গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। গত ৫ আগস্ট বোনকে নিয়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আর আমরা নির্মম নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি।’<br />  <br /> তিনি আরো বলেন, ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যাকে ভালোবাসবে সেই বিএনপি নেতা হবে। প্রশাসন অস্ত্র খুঁজে পায় না। তাদের বলব দৈনিক পত্রিকাগুলো দেখুন। সেখানে দেখেন কারা অস্ত্র ব্যবহার করেছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কারা গুলি করেছিল। সেসব অস্ত্র উদ্ধার করুন। নয়তো মানুষের কাছে আপনাদের ইমেজ পুনরুদ্ধার হবে না। আবারও প্রশ্নবিদ্ধ হবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726834557-52c42f76912c21735ff9a0f98dc475ec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর</p> </div> </div> </div> <p><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/20/1427244" target="_blank"> </a></p> <p>থানা পুলিশ যেন দালালের আখড়া না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, ‘বিগত সময় স্বৈরশাসকের কারণে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে। আমরা পুলিশকে সাহায্য করতে চাই। সে কারণে আপনাদের সচেষ্ট থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। আবারও যদি আপনারা ঘুষ বাণিজ্যে লিপ্ত থাকেন, মানুষের সেবা না করেন, তাহলে মানুষ আপনাদের আবারও দূরে সরিয়ে দেবে।’</p> </div> </div>