<p style="text-align:justify">গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ১৬১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। </p> <p style="text-align:justify">মামলায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দারসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করা হয়েছে।  </p> <p style="text-align:justify">মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তার গ্রামের বাড়িতে আসার কর্মসূচি ছিল। ঐদিন বিকাল ৪ টায় তার গাড়ি বহর গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে।</p> <p style="text-align:justify">পরে তিনি আহত হয়ে ঢাকা ফিরে যান। টুঙ্গীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া ফেরার পথে কুশলী নামক স্থানে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।</p> <p style="text-align:justify">টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান মামলার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।<br />  </p>