<p>জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খানবাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং কবরের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আসার আগেই তারা পালিয়ে যায়।</p> <p>পরিবারের সদস্যরা বলেন, ‘তিনবারের নির্বাচিত সংসদ সদস্যর কবরে দুর্বৃত্তদের হামলা, এটা খুবই দুঃখজনক। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’</p> <p>বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের পর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।’</p> <p>২০১৯ সালের ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।</p> <p>১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও তার ভূমিকা ছিল।</p>