<p>নওগাঁ সদরের পুরাতন মাছ বাজার (মসলাপট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় থেকে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারক দ্রব্যসহ ব্যবসায়ী রুপম কুমার (৩৫) আটক করেছে র‌্যাব। রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রুপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। তিনি বিভিন্ন জেলা থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিনের যোগসাজশে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলা ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। তাকে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করার সময় সালাউদ্দিন কৌশলে পালিয়ে যান। </p> <p>রুপম সব স্বীকার করে জানান, তিনি এবং সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্যাদি বিক্রি করছেন। যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রুপম ও সালাউদ্দিনের গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা করা হয়েছে।</p>