<p>হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে আটক করেছে পুলিশ।</p> <p>রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।</p> <p>আলীমুদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা।</p> <p>গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>পুলিশ জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বুদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে বাসন থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।</p> <p>পুলিশ আরো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় থানা ভবন এখনো পুরোদমে ব্যবহৃত হয়নি, এজন্য বুদ্দিনকে জিএমপির সদর থানায় রাখা হয়েছে। সদর থানা পুলিশ আসামি রাখার কথা স্বীকার করেছে।</p>