<p style="text-align:justify">নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজল হাওলাদার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ।</p> <p style="text-align:justify">এদিকে ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রবিবার দুপুরে ৬ দিনের রিমান্ড শেষে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">এর আগে গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়ি চালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনো র‌্যাবের রিমান্ডে রয়েছেন।</p> <p style="text-align:justify">বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। এই মামলার ন্যায় বিচারের স্বার্থে তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। আসামি পক্ষ তাদের জামিন আবেদন করেছিলেন। আমরা জামিনের বিরোধিতা করেছি। সেইসঙ্গে আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। আমরা ত্বকী হত্যা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছি।</p>