<p style="text-align:justify">বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, এতো তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের ওপাড়ে ঘুরঘুর করছে আর তার দোসররা এপাড়ে বসে আছে। সময় ও সুযোগ পেলেই তারা আবারো ছোবল মারবে। </p> <p style="text-align:justify">রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ি সাধারণ পাঠাগার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সকল অপরাধীদের বিচারের দাবিতে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের এখনো চূড়ান্ত বিনাশ হয় নাই। তাই সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতসহ সকল রাজনৈতিক দলের একত্রিত থাকতে হবে। আমরা নিজেদের মতাদর্শে রাজনীতি করবো, সেই সঙ্গে ফ্যাসিবাদ ঐক্য ধরে রাখতে হবে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, দেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সংগ্রাম করেও হাসিনাকে হঠাতে পারে নাই। কিন্তু কোমলমতি ছাত্ররা তাদের জীবন দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। তাদের ভয়ে শেখ হাসিনা দুপুরের সাজানো খাবার না খেয়ে নরেন্দ্র মোদির কোলে গিয়ে উঠেছে। বাংলাদেশের আগস্টের এই বিপ্লবকে অপপ্রচার করার চেষ্টা করা হলে, তা রক্ত দিয়ে রুখে দেয়া হবে।</p> <p style="text-align:justify">মামুনুল হক বলেন, এদেশের সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনাকে মর্যাদা দেয়ার পাশাপাশি সকল সংখ্যালঘু মানুষের মর্যাদা ও সম্পদের নিরাপত্তা তিলে তিলে রক্ষা করতে হবে। বাংলাদেশ তা পারবে, বিগত মাস তার প্রমাণ রেখেছে। আওয়ামী লীগের আমলে এবং তার আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা সংঘটিত হয়, তার মূল কারণ হলো শেখ হাসিনা ও তার অপশক্তি। তারা রাতের আধাঁরে কাল নাগিনি হয়ে ছোবল মেরে সংখ্যালঘুদের নির্যাতন করে এবং দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসতো, যার সব কিছুই নাটক আর নাটক। এই নাটকের কলাকুশলীরা ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশে আর কোনোদিন সংখ্যালঘু নির্যাতন হবে না। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে খুন করে চলে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা নিরাপত্তা পাবে, সে কথা একবারের জন্যও তিনি ভাবেন নাই। তিনি শুধু নিজের ও পরিবারের নিরাপত্তার কথাই ভাবতেন বলে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা পালায় না-এমন সুরে সুর মেলানো আওয়ামী লীগেরা আগামীতে রাজনীতি করতে হলে তার উত্তর নিয়ে আসতে হবে। </p> <p style="text-align:justify">গণ-সমাবেশে ঠাকুরগাঁও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাঈফীর সভাপতিত্বে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসাসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>