<p>বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারের ৯ জন অন্য ট্রলারের সহায়তায় উপকূলে ফিরতে পারলেও আবদুল করিম (২০) ও আজমগীর (১৮) নামে দুই জেলে নিখোঁজ ছিল। আজ শনিবার বিকালে সাগরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।</p> <p>শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আজমগীরের রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের জমির হোসেনের ছেলে এবং আবদুল করিম একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বাসিন্দা।</p> <p>এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা শঙ্খ নদী থেকে ১১ জন মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়।</p> <p>ট্রলারের মালিক আবুল কালাম বলেন, শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে আমার ট্রলার ডুবে গেলে আশপাশের কিছু ট্রলার এসে ৯ জনকে উদ্ধার করতে পারলেও দুজন সাগরের ঢেউয়ে তলিয়ে গেছে। তাদের উদ্ধারে আমরা থানাসহ কোস্ট গার্ডের সহায়তা চেয়েছি। পরে শনিবার বিকালে তাদের লাশ পাওয়া যায়।</p>