<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের সংবিধান তৈরি হয়েছে ৭১ সালের পূর্বে আওয়ামী লীগের মতো করে। যেটি সর্বজনীন হয়নি। এতে ১৯৭১ সালের চেতনার প্রতিফলন হয়নি, হয়েছে ৭০-এর নির্বাচনে দেওয়া আওয়ামী লীগের দলীয় এজেন্ডার প্রতিফলন। কিন্তু চব্বিশের আন্দোলন-পরবর্তী সংবিধান সর্বজনীন করতে চাই। এখানে দেশের নাগরিকদের চাহিদার প্রতিফলন ঘটাতে চাই।’</p> <p>বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।</p> <p>হাসনাত আব্দুল্লাহ বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেখানে চিকিৎসকদের মারধর করা হয়। এটি খুবই দুঃখজনক ঘটনা। তিনি এ বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাদাগিরি স্টাইলে হাসপাতালে ঢোকা যাবে না। হাসপাতাল কারো বাপের না। সৃষ্টিকর্তার পর মানুষ যদি কাউকে বিশ্বাস করে, তারা হলেন ডাক্তার।<br />  <br /> তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো বসে নেই। ফ্যাসিবাদের দোসররা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে এসে বিভক্তি সৃষ্টির চেষ্টা করবে। তাদের বিষয়ে বিপ্লবের নায়ক ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না।’</p> <p>দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ছাত্রদের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে।’ </p> <p>টেন্ডারবাজ এবং দুর্নীতিবাজদের সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা ১৬ বছর একটি দলের ছত্রচ্ছায়ায় ছিলেন। এখন যদি আর একটা দলের ছত্রচ্ছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র-জনতা আপনাদের দেখে নেবে।’</p>