<p style="text-align:justify">চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও নিজ গ্রামের কার্যালয় থেকে ভিজিডি কর্মসূচি চাল বিতরণ করায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় জনগণ ও সাধারণ ছাত্ররা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ ও ছাত্ররা গিয়ে তালা ঝুলিয়ে দেয়। </p> <p style="text-align:justify">এর এক সপ্তাহ আগে ইউনিয়ন পরিষদের সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন করেছেন।</p> <p style="text-align:justify">জানা যায়, সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এই চাল বিতরণ করা হয়। তবে দিলপাশার পরিষদে যাতায়াতে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় ভিজিডি কর্মসূচির চাল চেয়ারম্যান নিজ বাড়ি থেকে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। পরিষদ থেকে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় পূর্বের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও ছাত্ররা চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।</p> <p style="text-align:justify">ইউনিয়ন পরিষদের সদস্য আরজু খান পরিষদে তালা মারার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সোচ্চার এলাকার মানুষ। বৃহস্পতিবার পরিষদে না গিয়ে নিজের গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণ করায় আরো ক্ষিপ্ত হয়ে জনগণ পরিষদে তালা মেরে দিয়েছে।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ইউপি সদস্যরা চক্রান্ত  করে এ ঘটনা ঘটাতে পারেন। তবে নিজের গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণের কথা তিনি স্বীকার করেছেন।</p>