<p>গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা পুরুষ (২৫) এক মোবাইল ছিনতাইকারী নিহত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় স্টেশন রোড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।</p> <p>পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড ট্রাফিক বক্স এলাকা থেকে এক পথচারীর মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই ছিনতাইকারী। এ সময় অন্য পথচারীরা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পথচারীরা তার লাশ হাসপাতালে রেখে যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের উদ্ধার করে থানায় নিয়ে যায়।</p> <p>টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম রাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।</p>