<p>বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিবির্ভাগের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতক উদ্ধার করেছেন নার্সরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুনে শিশুটিকে উদ্ধার করেন তারা।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফাহিম আরিফ জানান, এক নবজাতককে হাসপাতালের বহিবির্ভাগের সিঁড়ির নিচে থেকে পেয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ আফরোজা তাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করান। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।<br />  <br /> এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার জানান, হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউবীকে পাঠানো হয়। নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মণি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়েছে বলে তিনি জানান। </p> <p>নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন। সিসিটিভির ফুটেজ দেখলে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেছে সচেতন মহল।</p>