<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়া ২২ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছেন রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেল থেকে থানার সামনের সড়কে বিক্ষোভ সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।</p> <p style="text-align:justify">মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সোমবার বিকেল ৪টার দিকে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দেশ স্বাধীনের নামে ছাত্র-জনতা হাতে লোহার রড, হকিস্টিক, লোহার পাইপ, চাইনিজ কুড়াল, হাসুয়া দ্বারা পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ের তালা ভাঙ্গে। এরপর ১৫ হাজার টাকার কাচের গ্লাস, টেবিল, ৩৫ হাজার টাকার ৪০ টি চেয়ার, ১ লাখ  ৬০ হাজার টাকার ৩২ টি সিসি ক্যামেরায় হামলা করা হয়।</p> <p style="text-align:justify">ওই ঘটনাকে কেন্দ্র করে পীরগাছা থানায় রব্বানি ওরফে বাবু, শামিম মিয়া, অন্তর মিয়া,  শাকিল মিয়া, জুয়েল মিয়া ও শাহিন মিয়াসহ ২২ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করা হয়।  মামলার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এর পরেই বাদী আমিনুল ইসলাম রাঙ্গার মামলা প্রত্যাহারের জন্য একটি আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতে দেয়া যায়।</p> <p style="text-align:justify">এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিকেলে বিক্ষোভসহ থানার সামনের সড়কে অবস্থান নেয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে ছাত্রদের নামে মিথ্যা মামলা দিয়েছেন আমিনুল ইসলাম রাঙা। অথচ সেদিন পীরগাছায় কোনো ভাঙচুর হয়নি। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র-জনতার নামে মিথ্যা মামলা দিয়েছেন তিনি। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা থানার সামনের সড়কে অবস্থান করবেন বলে জানান।</p> <p style="text-align:justify">এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, ২২ জনকে আসামি করে একটি মামলা করেছেন আমিনুল ইসলাম রাঙা। তবে আমিনুল ইসলাম রাঙার করা ছাত্র-জনতার ওপর মামলা প্রত্যাহারের একটি কপি ফেসবুকে দেখা গেলেও অফিসিয়ালি কোনো কপি পাননি বলে জানান তিনি।</p> <p style="text-align:justify">এদিকে আমিনুল ইসলাম রাঙ্গাকে আসামি করে ছাত্র-জনতার পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে আমিনুল ইসলাম রাঙার সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।<br />  </p>