<p style="text-align:justify">যশোরের শার্শা উপজেলার গোগা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন, উন্নয়ন ও নীতিগত পরিবর্তনসহ ৮ দফা দাবি তুলে ধরেন তারা।</p> <p style="text-align:justify">শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">ছাত্র-জনতার ৮ দফা দাবিগুলো হলো, হাসপাতালের আওতাধীন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, ডাক্তারদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ওষুধ বাণিজ্য বন্ধ করতে হবে, ডাক্তারদের নিয়মিত সেবা প্রদান করতে হবে, হাসপাতালে সরবরাহকৃত ওষুধের সুষ্ঠুভাবে বণ্টন ও ওষুধের সঠিক রেজিস্টার থাকতে হবে, রেজিস্টারে রোগীর স্বাক্ষর, মোবাইল নম্বর ও সঠিক ঠিকানা থাকতে হবে, হাসপাতালের কোয়ার্টার ফের চালু করতে হবে। এসব শর্ত যে ডাক্তার বা কর্মী মানবে না, তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।</p> <p style="text-align:justify">প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শার্শা উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন গোগা। এ ইউনিয়নে মাত্র একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার নিয়োগ থাকলেও তিনি ঠিকমতো এখানে এসে রোগী দেখেন না। বিগত স্বৈরাচারী সরকারের সময় এ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ এলে তা কালো বাজারে বিক্রি করত একটি মহল। ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচার পতন করেছে। এখন থেকে এ হাসপাতালে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ হাসপাতালে আশপাশে প্রচুর দুর্গন্ধ থাকে। এখন থেকে হাসপাতালের আশপাশ পরিষ্কার রেখে এবং রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদান করার জন্য ডাক্তারদের আহ্বান জানান তারা।</p> <p style="text-align:justify">প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গোগা এলাকার স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও ছাত্র-জনতা উপস্থিত ছিল।</p>