<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত শিক্ষার্থী জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।</p> <p>মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান নেয়। পরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। </p> <p>এ সময় শিক্ষার্থীরা বলেন, ময়নাতদন্তের নামে দুই শহীদ শিক্ষার্থী জাহিদ ও নিলয়ের লাশের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে, এটাই প্রমাণ। তাকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবিও জানান তারা। </p> <p>পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম লাশ উত্তোলনের সিদ্ধান্তের বিষয়টি স্থগিত করেন।</p> <p>এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সম্ভব হয়নি। তাদের ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি।</p> <p>গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন দুই শিক্ষার্থী জাহিদ ও নিলয়। এ নিয়ে থানায় মামলা হলে মামলার তদন্তের স্বার্থে নিহত দুই শিক্ষার্থীর লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।</p>