<p style="text-align:justify">ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আবার অনেকে পালাতে গিয়ে আটক বা গ্রেপ্তার হচ্ছেন। এবার পালিয়ে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া আওয়ামী লীগের নেতা বিমল কৃঞ্চ বিশ্বাস। তিনি কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।</p> <p style="text-align:justify">সূত্র জানায়, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাকে বিএসএফ আটক করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিএসএফের সদস্যরা তাকে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানায় হস্তান্তর করেন।</p> <p style="text-align:justify">স্বরূপনগর থানা থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিমল কৃষ্ণ বিশ্বাসকে বসিরহাট কোর্টে পাঠানো হয়। তার বিরুদ্ধে স্বরূপনগর থানায় দায়ের করা হয় মামলা।</p> <p style="text-align:justify">জানা গেছে, বিমল কৃঞ্চ বিশ্বাস কোটালীপাড়া আওয়ামী লীগের সদস্য। তিনি এই উপজেলার তিনবারের চেয়ারম্যান। এলাকায় তার বেশ প্রভাব রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নিগৃহীত করার পেছনে তিনি বিশেষ ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য ভারতে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।</p>