<p>গাজীপুরের কালীগঞ্জে প্রভাব বিস্তরকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে আরো সাতজন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন মুক্তারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।</p> <p>কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725616381-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/06/1422725" target="_blank"> </a></div> </div> <p>নিহত বিএনপি নেতার নাম এমদাদুল হক আকলু। তিনি উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি।</p> <p>স্থানীয় সূত্র জানায়, স্থানীয় নাশু মার্কেট এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এমদাদুল হক আকলু নিহত হন। এ সময় আহত হয়েছে সাতজন। তাদের মধ্যে ৫ জনকে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, আকলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া দাবি করেন, সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আওয়ামী লীগের ১০-১৫ জন লোক তাকে পিটিয়ে মেরে হত্যা করেছে।</p>