<p>গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে মোটরসাইকেল উল্টে আরোহী শ্বশুর-জামাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>দুর্ঘটনায় ঘটনাস্থলেই উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং তার মেয়ে জামাই কোমরপুর গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে শামীম মণ্ডল (২৫) নিহত হন।</p> <p>স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলটি বগুড়া থেকে দ্রুতগতিতে গোবিন্দগঞ্জের দিকে আসার সময় বকচর নামক স্থানে চালক মহাসড়কের লেন পরিবর্তনের চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে দুই আরোহীই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।</p> <p>গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।</p>