<p>পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলন কর্মসূচিতে হামলা মামলায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।</p> <p>গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোড়ে এক বাসা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।</p> <p>আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালান। গুলি করে ৪ জনকে গুলিবিদ্ধ করে ও ভাঙচুর, লুটপাট করেন। পিটিয়ে আরো অন্তত ১৫ জনকে মারাত্মকভাবে আহত করেন। এই ঘটনায় গত ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২ নম্বর আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।</p> <p>এদিকে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে ঈশ্বরদীতে অবৈধ দখলদারী, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি খাসজমি দখল, বালু মহাল দখল, পুকুর দখল, অন্যের জমি দখল, ইপিজেডস্থ ব্যক্তি মালিকানাধীন কম্পানিগুলোকে জিম্মি করে চাঁদাবাজি, ঝুটের সঙ্গে মূল্যবান পণ্য বের করা, নেতাকর্মীদের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলাসহ অসংখ্য অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।</p> <p>র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, ‘শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একজন পলাতক আসামি। তাকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদীর আলোবাগ এলাকার একটি বাসা থেকে আগ্নেয়াস্ত্র, গুলিভর্তি ম্যাগাজিন, ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা প্রক্রিয়াধীন রয়েছে।’</p>