<p>বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তাঁর বিচার করতে ব্যর্থ হলে এ দেশের মানুষ বরদাশত করবে না। </p> <p>বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরান বাসস্টেশনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, প্রশাসনের দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করানোরও আহ্বান জানান।</p> <p>মুহাম্মদ মামুনুল হক আরো বলেন, গত ১৫ বছর দেশের মানুষকে কবজা করে অর্থ পাচার করা হয়েছে। পাচার করা অর্থ উদ্ধার করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আপনাদের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করছিল, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন। আগামী দিনের বাংলাদেশে কেউ প্রশাসনকে ক্যাডার হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমনই এক নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ চাই।’</p> <p>আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শেখ হাসিনার সরকার ও দলই সাম্প্রদায়িক সন্ত্রাস করত। শেখ হাসিনাই সংখ্যালঘু নির্যাতনের নাটক করতেন। কিন্তু বিগত এক মাসে কোথাও সাম্প্রদায়িক সন্ত্রাস হয়নি। উলামায়ে কেরাম সংখ্যালঘুদের পাহারাদারি করেছেন।</p>