<p>সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রাহকদের জামানতের টাকা নিয়ে পালিয়েছে ‘কারসা ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া এনজিও। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এনজিওটির অফিসে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। ভীড় করছেন ভুক্তভোগী গ্রাহকরা।</p> <p>প্রতারকদের শাস্তি দারি করে ভুক্তভোগীরা জানান, এক সপ্তাহ আগে সলঙ্গা ডিগ্রী কলেজ পাড়ার সাবেক সেনাসদস্য শহিদুল ইসলামের বাড়িতে অফিস শুরু করে এনজিওটি। অল্প জামানতে দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন এনজিওটির কর্মকর্তারা। অল্প কয়েক দিনেই তারা শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করেন।</p> <p>এনজিওর গ্রাহক নাজমা খাতুন বলেন, দুই লাখ টাকা পাওয়ার আশায় ১৫ হাজার টাকা জমা দিয়েছি। সোমবার সকালে ঋণ নিতে এসে দেখি অফিস বন্ধ। ব্রাঞ্চ ম্যানেজারের ফোন নম্বরটিও বন্ধ।</p> <p>নাজমা খাতুন ও হাজেরা খাতুনসহ অন্যান্য ভুক্তভোগীরা বলেন, কাসরা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার দুই লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে ১৫ হাজার করে টাকা আমানত নিয়েছেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে তারা আমাদের জামানতের টাকা নিয়ে পালিয়েছেন।</p> <p>বাড়ির মালিক সাবেক সেনাসদস্য শহিদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে কারসা ফাউন্ডেশন নামে এনজিওর ম্যানেজার পরিচয়ে একজন এসে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কয়েক দিন অফিস চালু রাখার পর পালিয়েছেন তারা।</p> <p>সলঙ্গা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, ‘এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’</p>