<p style="text-align:justify">দিনাজপুরের পার্বতীপুরে গলায় ওড়না পেঁচিয়ে সুমিতা রানী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হামিদপুর ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমিতা রানী ওই গ্রামের ভানু চন্দ্র রায়ের স্ত্রী।</p> <p style="text-align:justify">জানা যায়, বিকালের পর থেকে নিখোঁজ হয় সুমিতা রানী। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে আম বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন স্থানীয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। </p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</p>