<p>বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের চ্যারিটি কনসার্ট হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। </p> <p>‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে সরকারি সা’দত কলেজ। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছে স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল।</p> <p>কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সা’দত কলেজের আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমুসহ কয়েকজন বলেন, ‘বর্তমানে আমাদের দেশ একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতে আমরা গানের মাধ্যমে কিছু করার চেষ্টা করছি। বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই একটি কনসার্টের আয়োজন করেছি।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীসহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ।</p>