<p style="text-align:justify">বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ‘মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে দেবে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে এদেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন ঘটাতে হবে।’</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার দুপুরে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর পৌর বিএনপি প্রেসক্লাব মিলনায়তনে প্রস্তুতিসভার আয়োজন করে।</p> <p style="text-align:justify">সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, বিএনপি ক্ষমতায় আসেনি। আমরা একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আছি। এই সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।</p> <p style="text-align:justify">সাঈদ সোহরাব বলেন, গণতন্ত্র হত্যাকারী নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি দেশ ছেড়ে পালাবো না। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ ছেড়ে যাবেন না। তিনি তার কথা রেখেছেন, তিনি দেশ ছেড়ে যাননি। গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী হাসিনা সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি, মামলা প্রত্যাহার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান তিনি।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করে, সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন।</p> <p style="text-align:justify"><br />  </p>