<p>রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী নিহত মিলন হত্যা মামলা দায়ের হয়েছে।</p> <p>মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) বাদী হয়ে এই মামলাটি করেন।</p> <p>এই মামলায় রংপুর-৬ পীরগঞ্জ আসনের সাবেক সংসদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন ও রংপুর-৪ পীরগাছা ও কাউনিয়া আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনসহ পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাকমীদের নামে মামলা করা হয়েছে।</p> <p>রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। </p> <p>মামলার আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর হারিপট্টি এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র -জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় মিলন। </p> <p>উল্লেখিত বিভাগীয় কমিশনারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে আবেদনে বলা হয়। </p> <p>মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আইনজীবী মো. মোজাফ্ফর হোসেন।</p>