<p style="text-align:justify">বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও বিজিবি হাসপাতাল কর্তৃক পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।<br />  <br /> প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারযোগে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছেন এবং সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।  </p> <p style="text-align:justify">এরপর সকাল সোয়া ১১টায় হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অবতরণ করেন এবং বন্যাদুর্গত আরো ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর দুপুরে বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তারা বর্ডার গার্ড হাসপাতাল কর্তৃক দিনব্যাপী পরিচালিত বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।</p> <p style="text-align:justify">বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিজিবি মহাপরিচালক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লাা সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্য কর্মকর্তারা এবং স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে আজ সোমবার বন্যাদুর্গত বুড়িচংয়ে ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।</p>