<p>ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় সাংবাদিক সমাবেশ হয়েছে। রবিবার (২৫ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ করেন সাংবাদিকরা।</p> <p>প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবশে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক দৈনিক মাধুকর সম্পাদক কে এম রেজাউল হক।<br />  <br /> প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সময়ের আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, প্রেসক্লাবের সহ-সভাপতি যায়যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলা প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ।<br />  <br /> অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বাক স্বাধীনতা এবং নিয়ন্ত্রণমুক্ত সাংবাদিকতায় নিবেদিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারে যুক্ত হয়েছেন। সেই সময় একটি দুবৃর্ত্ত চক্র ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। এটি গণমাধ্যমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংবাদকর্মীরা বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না। <br />  <br /> সমাবেশের সভাপতি কেএম রেজাউল হক মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার লাভের লড়াইয়ের প্রত্যয় ঘোষণা করে উপস্থিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান।</p>