<p style="text-align:justify">ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের বিকাশ সরকার তার কর্মস্থলে আত্মহত্যা করেছেন। তিনি ভোলা জেলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক ছিলেন। আজ রবিবার ভোরে মনপুরা উপজেলা কমপ্লেক্সের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">এদিকে বিকাশের  গ্রামের বাড়িতে  ১৭ আগস্ট থেকে তার প্রেমিকা ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ধামরাই উপজেলার চৌটাইল এলাকার মেয়ে বিয়ের দাবিতে অবস্থান করছেন। আত্মহত্যার খবর পেয়ে বিকাশের স্বজনরা প্রেমিকাকে আটক রেখেছে বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক জানান, তার কার্যালয়ের অফিস সহায়ক বিকাশ সরকার রবিবার ভোরে উপজেলা কমপ্লেক্সের পাঁচতলার ছাদ থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিকাশের মরদেহ পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। </p> <p style="text-align:justify">এদিকে ভুক্তভোগী প্রেমিকা ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বেরশ গ্রামের রামানন্দ সরকারের ছেলে বিকাশ সরকারের সঙ্গে ইডেল কলেজ ছাত্রীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময়ের মধ্যে তারা বিভিন্ন স্থানে ঘুরতে গেছেন। বিকাশ তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করেন। দুই পরিবারের মধ্যে তাদের বিয়ের কথাও হয়েছিল। কিন্তু সম্প্রতি বিকাশ অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। </p> <p style="text-align:justify">এ খবর পেয়ে তার প্রেমিকা গত ১৭ আগস্ট থেকে বিয়ের দাবিতে বিকাশ সরকারের বাড়িতে অবস্থান নেন। কিন্তু বিকাশ তার কর্মস্থল থেকে বাড়িতে আসেননি। ফলে তার মা-বাবা ঘরে তালা দিয়ে এক দিনের জন্য গাঢাকা দেন। পরে মেয়েটি বারান্দায়ই অবস্থান নেন। <br /> খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌকিদারের মাধ্যমে মেয়েটির নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে বিকাশের মা-বাবাও বাড়িতে ফিরে আসেন। এরপর বিকাশের অনুপস্থিতিতে স্থানীয়দের মধ্যস্থতায় মেয়ের পক্ষ থেকে বিকাশকে আট লাখ টাকা প্রদানের শর্ত সাপেক্ষে মেয়েটিকে হিন্দু শাস্ত্রীয় মতে আশীর্বাদ (ঘট মঙ্গল) করে ঘরে তোলেন তার বাবা-মা ও ভাই। </p> <p style="text-align:justify">তবে গতকাল রবিবার বিকাশের আত্মহত্যার খবর পেয়ে মেয়েটিকে আটকে রেখেছেন বিকাশের স্বজনরা।</p>