<p style="text-align:justify">গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে আহত করা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের নামে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। </p> <p style="text-align:justify">পরে সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, যুবলীগ নেতা মোল্যা রনি হোসেন কালু, ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্য বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন মামলাবাজ সরকারে পরিণত হয়েছে। গোপীনাথপুরে বিএনপি-জামায়াতের লোকজন সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন হাজার ৩০৬ জনের নামে প্রহসনের মামলা করা হয়েছে। এ মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।</p>