<p>রাজশাহী বাঘার পদ্মা নদী থেকে ভাসমান দুই বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বুধবার (২১ আগস্ট) ভোররাতে পাকুড়িয়া এলাকার থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। দুই বস্তায় ৫৫০ বোতল ফেনসিডিল ছিল।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পদ্মা নদীতে পানি বাড়ার পর থেকে মাদক চোরাচালান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে পাকুড়িয়া ইউনিয়নের নাপিতপাড়া মোড় সীমান্ত এলাকার পদ্মা নদী থেকে রশিতে বাঁধা পানিতে ভাসমান অবস্থায় দুই বস্তা ফেনসিডিল জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। </p> <p>লোকজনের ধারণা, বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে। </p> <p>আলাইপুর বিজিপি কম্পানি কমান্ডার সুবেদার আব্দুর বর হাওলাদার বলেন, রশিতে বাঁধা দুই বস্তা ফেনসিডিল ভাসমান অবস্থায় জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে উল্লেখ করেন তিনি।</p>