<p style="text-align:justify">কুমিল্লায় দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৭০ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৮০ থেকে ২০০ জনের কথাও উল্লেখ করা হয়েছে। গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল (৩৫) নিহতের ঘটনায় এ মামলা করা হয়েছে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (২০ আগস্ট) কুমিল্লার ৪ নং আমলি আদালতে দেবীদ্বার সদর এলাকার মৃত রেনু মিয়ার পুত্র আবুল কাসেম বাদী হয়ে ওই মামলা করেন। আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ কুমিল্লা (উত্তর) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ ও মাসু, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর বাছির মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. জহির, মো. কাইয়ুম ভুঁইয়া, এস এ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারসহ ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে।</p> <p style="text-align:justify">এজহারে আরো উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার সময় দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কুমিল্লা (উত্তর) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের নির্দেশে আসামিরা গুলি, ককটেল, বোমা বিস্ফোরণ এবং দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা ও নির্যাতন চালায়। এতে বাসচালক ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য আ. রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘ফেসবুকে দেখেছি দেবীদ্বারের আবুল কাসেম নামের একজন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। এখনো কাগজ পাইনি। তবে ভিকটিম আ. রাজ্জাক রুবেলের মা বাদী হয়ে আজ সন্ধ্যায় থানায় মামলা করবেন বলে শুনেছি।’</p>