<p style="text-align:justify">কিশোরগঞ্জের ভৈরবে মাদক নির্মূলে সোচ্চার হয়ে উঠেছে ছাত্র ও যুবসমাজ। সর্বস্তরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। </p> <p style="text-align:justify">এর আগে ‘এসো হাতে হাত ধরি, মাদকমুক্ত ভৈরব গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মাদকের অভয়ারণ্য খ্যাত পঞ্চবটি পুকুরপার এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতা ও অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বন্দরনগরী ভৈরবকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। বর্তমানে পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নের আনাচকানাচে মাদকের সয়লাব। </p> <p style="text-align:justify">বক্তারা বলেন, একটা শহরকে মাদকমুক্ত করতে ছাত্র ও যুবসমাজের ঐক্যই যথেষ্ট। আজ সাধারণ মানুষ জেগে উঠেছে। ভৈরবে দিন দিন ছুরি-ছিনতাই বেড়েছে। এর মূল কারণ মাদক। এ ছাড়া পঞ্চবটি এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং সব মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। </p> <p style="text-align:justify">মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতাদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, মাদক প্রতিরোধে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো প্রতিকূলতা শক্ত হাতে দমন করা হবে। ছাত্র ও যুবসমাজের এ মাদকবিরোধী আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।</p>