<p>কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সদ্য সাবেক সাংসদ মাহাবুবউল আলম হানিফ এবং তার চাচাতো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ ৩৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।</p> <p>আজ শুক্রবার (১৬ আগস্ট) বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পক্ষে সমন্বয়কারী রাইসুল হক বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় এই মামলা করেন।</p> <p>কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মাহাফুজুল হক এই মামলা করার কথা স্বীকার করে কালের কণ্ঠকে জানান, মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। অন্যদিকে ৫ আগস্ট নিহত শিশু আব্দুল্লার পিতা লোকমান হোসেন আরো ১৩ জনকে আসামি করে আরো একটি হত্যা মামলা করেছেন। পুলিশ মামলা দুটি গ্রহণ করে কার্যক্রম শুরু করেছে।</p>