<p>বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুত্রবধূকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। </p> <p>নিহতের নাম কফিজ উদ্দিন (৬৫)। তিনি ওই এলাকার মৃত তছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেন।</p> <p>স্থানীয়দের বরাত দিয়ে সনাতন চন্দ্র সরকার জানান, স্ত্রীকে মারধরের সময় কফিজ উদ্দিন বাধা দিলে তাকে আঘাত করেন জুয়েল। স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।</p> <p>ওসি আরো জানান, স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপার্দ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>