<p>সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির দলীয় সাইনবোর্ড লাগানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল এ সাইনবোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।</p> <p>সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস অভিযোগ করে বলেন, ৫ আগস্ট বিকেলে প্রথমে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীরা। এরপর ৬ আগস্ট রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিমসহ মূল ধারার বিএনপি নেতারা এই দখলের সঙ্গে জড়িত নন।  </p> <p>বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করে আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন, ‘কার্যালয়ের এই জায়গাটি কিনে ২০১৭ সালে ভবন নির্মাণ করে আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছি। এটা আমার নিজস্ব সম্পত্তি।’ </p> <p>এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাক মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।</p> <p>এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘অন্য কোনো দলের কার্যালয় দখল করার পক্ষে আমরা নই। রাজ্জাক মণ্ডল বিএনপির বহিষ্কৃত নেতা। এখনো তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। আওয়ামী লীগ কার্যালয় দখল তিনি নিজ দায়িত্বে করেছেন। এটার দায় বিএনপি নেবে না।’</p>