<p style="text-align:justify">দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে সব ধরনের পণ্য আমদানি। কাঁচা মরিচ আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়ে দিয়েছেন।</p> <p style="text-align:justify">গত শনিবার হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ভারতীয় ২২ ট্রাকে ২০৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় খুচরা বাজারে কেজিতে দাম কমেছে ৪০ টাকা।</p> <p style="text-align:justify">গতকাল হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও সেই কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে দেশীয় কাঁচা মরিচ দু-একটা দোকানে দেখা গেলেও একই দামে বিক্রি হচ্ছে। </p> <p style="text-align:justify">হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, ‘টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ না পাওয়ায় আমরা আমদানীকৃত কাঁচা মরিচ বিক্রি করছি।’ </p>