<p>২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রবিবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের অভিযোগের ভিত্তিতে এই আল্টিমেটাম দেন তারা।</p> <p>হুশিয়ারি দিয়ে স্বমন্বয়করা বলেন, ‘সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার, দালালদের দৌরাত্ম এবং অনিয়ম ও দুর্নীতির জন্য দূর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। রোগীদের দূর্ভোগ কমাতে ও হাসপাতাল সঠিকভাবে পরিচালনা করতে হবে।</p> <p>জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, শিক্ষার্থীরা হাসপাতাল পরিদর্শন শেষে কয়েকটি দাবি তুলে ধরেছেন। তাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।</p>