<p style="text-align:justify">সেনাবাহিনীর নিরাপত্তায় নওগাঁর ১১টি থানায় কাজ ‍শুরু করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) থেকে এসব থানায় পুলিশ সদস্যরা ফিরে এসে তাদের কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া জনগণের জানমাল নিরাপত্তায় জেলার বিভিন্ন সড়কে টহল দিতেও দেখা যায় সেনা সদস্যদের।</p> <p style="text-align:justify">সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সারা দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতায় থানা থেকে সরে যান পুলিশ সদস্যরা। তবে নওগাঁর ১১টি থানা বা পুলিশ ফাঁড়িতে কোনো ধরনের হামলা চালানো না হলেও নিজেদের নিরাপত্তার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।</p> <p style="text-align:justify">এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, শনিবার থেকেই জেলার ১১টি উপজেলার সব থানার কার্যক্রম শুরু হয়েছে। সে সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল চলমান। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারো দায়িত্ব পালন করতে শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।</p>