<p style="text-align:justify">চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মামার কাঠের বাটামের আঘাতে ভাগিনার মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের সোমবারিয়া হাট বাজারে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">মৃত ব্যক্তির নাম মো. আবদুল মজিদ (২৮)। তিনি একই ইউনিয়নের সুখবিলাস বুড়ির বাপের বাড়ির মৃত মো. আলীর ছেলে। অভিযুক্ত মামার নাম আবদুল আজিজ (৬০) ও তার ছেলে নুরুল ইসলাম (৩০)। </p> <p style="text-align:justify">স্থানীয় ইউপি সদস্য জাহেদ হাছান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">মজিদের প্রতিবেশী মো. জুলু ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (৭ আগস্ট) দুপুরে বাঙ্গালহালিয়া সাগর আলী জামে মসজিদের জমির দখলসংক্রান্ত বিরোধে আবদুল মজিদ ও তার মামাতো ভাই নুরুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। </p> <p style="text-align:justify">পরে তাদের মধ্যে মারামারি লেগে যায় এবং মজিদ একটি পান্তার বোতল দিয়ে মামাতো ভাই নুরুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মারামারির খবরে মামা আজিজ ঘটনাস্থলে এসে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে ভাগিনার মাথায় সজোরে আঘাত করেন। </p> <p style="text-align:justify">এতে ভাগিনা মজিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। মজিদ একজন জিপ গাড়ির চালক ছিলেন এবং গত সাত মাস আগে তিনি বিয়ে করেন।</p> <p style="text-align:justify">দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান মুঠোফোনে বলেন, ‘আমি কর্মস্থলে এখন নেই, থানা তালাবদ্ধ। ঘটনার বিষয়ে কিছুই জানি না।’ </p> <p style="text-align:justify">তবে স্থানীয় সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।</p>