<p style="text-align:justify">কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে জহুরউল্লাহ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।</p> <p style="text-align:justify">বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">তিনি উপজেলার মেন্দিপুর গ্রামের সালাহ উদ্দিন (সাহু ) মিয়ার ছেলে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে উপজেলার মেন্দিপুর পূর্বপাড়া এলাকার সাহু মিয়ার বাড়ি ও আবাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে আওয়ামী লীগের সমর্থকদের মধ্য বিএনপির লোকজনের সংঘর্ষ হয়।</p> <p style="text-align:justify">তাদের এক পক্ষ সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থক। আরেক পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হকের সমর্থক। </p> <p style="text-align:justify">বুধবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে আবারো দুই পক্ষের সংঘর্ষ বাধলে জহুরউল্লাহ নিহত হন।</p> <p style="text-align:justify">চেয়ারম্যান সাফায়েত উল্লাহ জানান, বর্তমান সরকারের পতন হওয়ায় গ্রামের বিএনপির লোকজন আনন্দ মিছিল করছিল। এ সময় হট্রগোলে বাধা দেয়ায় তারা মঙ্গলবার তর্কে জড়িয়েছিল। ঘটনাটি নিয়ে আজ আবারো তাদের সঙ্গে সংঘর্ষ হলে আমার বংশের জহিরুল্লাহ টেটাবিদ্ধ হয়ে মারা যায়।</p> <p style="text-align:justify">স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব বলেন, গ্রামের আওয়ামী লীগ ও বিএনপি দু-পক্ষ আজ দুপুরে সংঘর্ষে লিপ্ত হলে জহুরউল্লাহ নিহত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।</p> <p style="text-align:justify">ভৈরব থানায় কোনো পুলিশ না থাকায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। </p> <p style="text-align:justify"><br />  </p>