<p>মুখে বাঁশি নিয়ে দুহাত মেলে ধরে ঈশারায় ঝিনাইদহের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় এবং সড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য মাঠে নেমেছেন তারা। পাশাপাশি জেলার সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন।</p> <p>আজ বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন শহরের শহীদ মিনার ও পায়রাচত্বর এলাকায় গিয়ে দেখা যায়, বাঁশি ফুকিয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন আনসার সদস্যরা। কয়েকজনের হাতে আবার মাইক। তারা সবাইকে আহ্বান করছেন, যাতে সড়কে শৃঙ্খলতা বজায় থাকে।</p> <p>আনসারের জেলা কমাড্যান্ট সোহাগ হোসেন কালের কণ্ঠকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে আমাদের সদর দপ্তর থেকে নির্দেশনা আসে। তারপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে কাজ করে যাচ্ছেন আনসার সদস্যরা।</p>